মাদারীপুরে যুবককে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৪
অ- অ+

মাদারীপুরে সজল শেখ (২৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত ১০টার দিকে সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকায় এ ঘটনা ঘটে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সজল শেখ সদর উপজেলার পূর্বরাস্তি গ্রামের মুন্নু শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই এলাকার ইকবাল মাতুব্বরের সেনেটারি দোকানে দীর্ঘদিন ধরে ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন সজল। রাত ১০টার দিকে ব্যবসার কাজের হিসাব-নিকাশ করছিলেন তিনি। হঠাৎ ৫-৭ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজলের ওপর হামলা চালায়। এ সময় এলোপাতাড়ি কুপিয়ে সজলকে গুরুতর আহত করা হয়। তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সজলকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, যুবকের ওপর হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় বেশ কয়েকজনের নামও পাওয়া গেছে। ভুক্তভোগী বা তার স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: আলোচিত তরুণী টিনা ৩ দিনের রিমান্ডে
কুমিল্লার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের এপিএস আব্দুল কাদের ঢাকায় গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা