কেমন কাটলো মেয়র জায়েদার প্রথম কর্মদিবস

ইফতেখার রায়হান, গাজীপুর, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৯| আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ২০:৫৬
অ- অ+

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র হিসেবে সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ গ্রহণ করেছেন জায়েদা খাতুন। তবে ওইদিন অভিষেক অনুষ্ঠানসহ নানা আনুষ্ঠানিকতা থাকায় দাপ্তরিক কার্যক্রমে অংশগ্রহণ করা হয়নি মেয়রের। সে হিসেবে মঙ্গলবারই প্রথম কর্মদিবস ছিলো দেশের বৃহৎ আয়তনের এই সিটির প্রথম নারী মেয়র জায়েদা খাতুনের।

এদিন নগরভবনে পুরোদিন ব্যস্ত সময় কাটান মেয়র জায়েদা খাতুন। সরেজমিনে দেখা যায়, দুপুর ১২টায় নগরভবনে আসেন মেয়র জায়েদা খাতুন। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

পরে সিটি করপোরেশনের বিভিন্ন অঞ্চল ও বিভাগীয় দপ্তরের পক্ষ থেকে মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিনও নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মেয়রকে শুভেচ্ছা জানাতে নগরভবনে ভিড় করেন।

পরে মেয়র জায়েদা খাতুন সিটি করপোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। এ সময় বেশ কিছু দাপ্তরিক কাগজপত্রে স্বাক্ষর ও সিদ্ধান্ত প্রদান করেন মেয়র। এ সময় সার্বক্ষনিক মেয়রের পাশের চেয়ারে বসে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সহযোগিতা করেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম।

এদিকে নতুন মেয়রের দায়িত্ব গ্রহণের পর উৎফুল্ল নগরভবনের কর্মকর্তা-কর্মচারীরাও। সাবেক এবং বর্তমান মেয়রের একসঙ্গে কাজ করার দৃশ্য দেখে আনন্দিত তারাও।

সিটি করপোরেশনের বিদ্যুৎ ও যান্ত্রিক শাখার প্রকৌশলী ও জনসংযোগ কর্মকর্তা সুদীপ বসাক জানান, গত সোমবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর গতকাল মঙ্গলবার মেয়র জায়েদা খাতুন নগরভবনে অফিস করেছেন। এদিন তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্রে স্বাক্ষর করেন। এছাড়াও নগরীর থমকে যাওয়া বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড শুরু করার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেন। তিনি সড়কের মাঝে থাকা বিদ্যুতের খুটি দ্রুত সরিয়ে নেয়ার জন্য পল্লী বিদ্যুৎকে চিঠি দেয়ার নির্দেশ দিয়েছেন।

এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন মেয়র। বিকেল ৪টার পর অফিস শেষ করে তিনি বাসার উদ্দেশ্যে রওনা হন।

(ঢাকাটাইমস/১২ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: ৬ মডেল ও ৩ নির্মাতাকে আইনি নোটিশ
জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের রায় ১ জুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা