সাতক্ষীরায় ট্রাকচাপায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
 | প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫

ট্রাকচাপায় সাতক্ষীরা সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা নীলকন্ঠ সরকার (৫০) নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নীলকন্ঠ সরকার খুলনার ডুমুরিয়া উপজেলার বিশ্বনাথ সরকারের ছেলে। একই সাথে তিনি সাতক্ষীরা সদর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নীলকন্ঠ সরকার মোটরসাইকেলে খুলনার দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। পথিমধ্যে ত্রিশমাইল এলাকায় পৌঁছালে বৃষ্টিপাতের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় মোটরসাইকেলসহ তিনি পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ডাম্পার ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত ও রক্তক্ষরণ অবস্থায় পথচারীরা তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে ওয়ার্ডে ভর্তি করেন। পরবর্তীতে তার অবস্থা ক্রমান্বয়ে অবনতি দেখে খুলনা মেডিকেলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। খুলনা মেডিকেলে নেওয়ার প্রস্তুতি চলমান থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার একে এম রাশেদুজ্জামান বলেন, প্রচন্ড ব্লিডিং অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তাৎক্ষণিকভাবে ইমার্জেন্সি চিকিৎসা দিয়ে তাকে ওয়ার্ডে ভর্তি করা হয়। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, ঘটনাস্থলে ইতোমধ্যে পুলিশ পরিদর্শন করেছে। দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যাওয়া অবস্থায় উদ্ধার করে পাটকেলঘাটা থানায় নেওয়া হয়েছে। অপরদিকে মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকা টাইমস/১৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

শরীয়তপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে গ্রাম পুলিশের মৃত্যু

নগরকান্দায় গভীর রাতে আগুনে পুড়ে ছােই চারটি দোকান

রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

মাধবপুরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে পাঁচজন নিহত

সরিষাবাড়িতে অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ সাতজনের বিরুদ্ধে দুদকের মামলা

ফরিদপুরে রিকশা চালকদের মাঝে ছাতা-পানি বিতরণ জেলা প্রশাসনের

এক জমি পরিষ্কারের আগুনে পুড়ল আরও ২৫ বিঘার ভুট্টা

জানাজায় গিয়ে আইফোন হারালেন ধর্মমন্ত্রী

উপজেলা নির্বাচন: নোয়াখালীর সুবর্ণচরে প্রতিপক্ষের কর্মীকে পিটিয়ে জখম করলেন চেয়ারম্যান

ইসলামপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান হলেন আ. লীগের সালাম

এই বিভাগের সব খবর

শিরোনাম :