আলফাডাঙ্গায় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ২১:০০
অ- অ+

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার‍‍` প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও আলফাডাঙ্গা পৌরসভার সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর মেয়র মো. আলী আকসাদ ঝন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী রাহাত ইসলাম, টগরবন্দ ইউপি চেয়ারম্যান মিয়া আসাদুজ্জামান, বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু, বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন-অর রশিদ, গোপালপুর ইউপি চেয়ারম্যান খান সাইফুল ইসলাম, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম প্রমুখ।

জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে গত ১৭ সেপ্টেম্বর এ উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছিল। এতে ১০টি স্টল অংশ নেয়। অংশগ্রহণকারী স্টলগুলো স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড প্রদর্শন করেন। সমাপনী দিনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করা হয়। সবশেষে একই স্থানে স্থানীয় ‘বানা বাউল সংঘ’কর্তৃক এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/১৯ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা