সাতক্ষীরায় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনে ড. কাজী এরতেজার নির্দেশনায় শুভেচ্ছা মিছিল

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২৩, ২১:৩৪
অ- অ+

স্বরাষ্ট্রমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালের সাতক্ষীরা আগমন উপলক্ষে সাতক্ষীরা পৌর যুবলীগের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. কাজী এরতেজা হাসানের সার্বিক সহযোগিতা ও ব্যবস্থাপনায় এ কর্মসূচি হয়।

শুক্রবার বিকালে শহরের ঐতিহ্যবাহী পি.এন হাই স্কুল প্রাঙ্গণ থেকে শুভেচ্ছা মিছিলটি পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু ও সাধারণ সম্পাদক তুহিনুর রহমান তুহিনের নেতৃত্বে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মিছিলটি স্বতঃস্ফূর্তভাবে পুনরায় পিএন হাই স্কুলে গিয়ে শেষ হয়।

পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন অনু বলেন, আগামীকাল শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল সাতক্ষীরায় আসবেন। এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. কাজী এরতেজা হাসান নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় পৌর যুবলীগের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা মিছিল করেছি। পৌর যুবলীগ সব সময় ঐক্যবদ্ধ থেকে রাজপথে রয়েছে। আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় ছিনিয়ে আনতে পৌর যুবলীগের ভূমিকা দৃশ্যমান থাকবে।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: আলোচিত তরুণী টিনা ৩ দিনের রিমান্ডে
কুমিল্লার সাবেক এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের এপিএস আব্দুল কাদের ঢাকায় গ্রেপ্তার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা