বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম

কোনো ভিসা নীতি-নিষেধাজ্ঞা আমরা মানি না: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৪৩ | প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৫

আওয়ামী লীগ কোনো ভিসা নীতিকে পরোয়া করে না বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, কারও ভিসা নীতির তোয়াক্কা আমরা করি না। কারও খবরদারিতে বাংলাদেশে গণতন্ত্র চলবে না। বাংলাদেশ স্বাধীন করেছি কারও নিষেধাজ্ঞা পরোয়া করার জন্য নয়।

সোমবার বিকালে রাজধানীর উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি একথা বলেন।

বিএনপির ‌‘সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, কারও ভিসা নীতির তোয়াক্কা আমরা করি না। বার্তা দিয়ে দিচ্ছি, কারও নিষেধাজ্ঞার তোয়াক্কা আমরা করি না। বাংলাদেশ স্বাধীন করেছি কারও নিষেধাজ্ঞার পরোয়া করার জন্য নয়। রক্ত দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে কারও নিষেধাজ্ঞা মানার জন্য নয়।

তিনি বলেন, আমরা পরোয়া করি বাংলাদেশের জনগণকে। কোনো ভিসা নীতি, কোনো নিষেধাজ্ঞা আমরা মানি না, মানব না। আমার গণতন্ত্র আমি করব, আমার নির্বাচন আমি করব। তুমি কে? সাত সমুদ্র তেরো নদীর পাড় থেকে আটলান্টিকের ওপার থেকে নিষেধাজ্ঞা দেবে, এই দেশ গ্যাবনের আলি বোঙ্গোর দেশ নয়।

বক্তব্যে বিএনপিকে দেশ অস্থিতিশীল না করার জন্য সতর্ক করেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি আগুন নিয়ে এলে তাদের হাত পুড়িয়ে দেওয়া হবে, অস্ত্র নিয়ে এলে ভেঙে দেওয়া হবে, যেমন কুকুর তেমন মুগুর।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয় কোন মুখে? তারা তো ৩৬ মিনিটের একটি আন্দোলনও করতে পারেনি। বিএনপির কোমর, হাঁটু সব ভেঙে গেছে।

বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম

বক্তব্যে বিএনপিকে সন্ত্রাস নৈরাজ্য পরিহার করার জন্য ৩৬ দিনের আল্টিমেটাম দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, ৩৬ দিনের আল্টিমেটামে বিএনপি যদি সংশোধন না হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে তাদের অপরাজনীতির কালো হাত ভেঙে দেওয়া হবে।

ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, হবে খেলা। আগামী মাসে খেলা হবে। আর আসল খেলা বা ফাইনাল খেলা হবে জানুয়ারির প্রথম সপ্তাহে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিএনপির সব আন্দোলন সমাবেশ বৃথা হয়ে গেছে। নির্বাচন সঠিক সময়ে সংবিধান অনুযায়ী হবে, এদেশের জনগণ শেখ হাসিনা ছাড়া কাউকেই মেনে নেবে না। দেশের সব দৃশ্যমান উন্নয়ন একমাত্র শেখ হাসিনা ছাড়া সম্ভব নয়। শিগগিরই সব সংকট কেটে যাবে।

ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :