রোমে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:২০

ইতালির রোমে বিশ্ব আশেকে রাসুল সংগঠনের আয়োজনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বলেন, প্রত্যেক ভালো কাজই একেকটি এবাদত।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্ব আশেকে রাসুল রোম ইতালির আয়োজনে সেন্তসেল্লে আদর্শ বিদ্যা নিকেতনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশি কমিউনিটির অন্যতম প্রবীণ ব্যক্তিত্ব ও সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, সকল ভালো উদ্যোগ এবং ভালো কর্মকে আমাদের স্বাগত জানাতে হবে, কারণ ভালো কাজই এবাদত।

বিশ্ব আশেকে রাসুল রোম ইতালির পক্ষ হতে মোহাম্মদ আলী হায়দার দেওয়ান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আয়োজনের গুরুত্বপূর্ণ অংশ মিলাদ মাহফিল পরিচালনা করেন দেলোয়ার হোসেন। সঙ্গে সহযোগিতা ছিলেন, সাঈদ, ফয়সাল এবং রাসেল।

এছাড়াও রোমের বিশ্ব আশেকে রাসুল সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষিকাসহ ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনে বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা কোরআন তেলোয়াত পাঠ করে। শেষে কেক কেটে বাচ্চাদেরকে চকলেট বিতরণ এবং আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

(ঢাকাটাইমস/২৬সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

প্রবাসের খবর এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :