পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটে দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ

পাবনা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৩৩
অ- অ+

ক্লাস স্বল্পতা ও মিডটার্ম পরীক্ষার জন্য পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ফুটবল টুর্নামেন্টের অনুমতি না দেয়ায় বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ চেয়ে তার বিরুদ্ধে মঙ্গলবার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন ও সমাবেশ করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, গেল ৫ বছর ধরে প্রতি বছর প্রায় ১৫০০ শিক্ষার্থীদের কাছ থেকে ১০০ টাকা করে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ম্যাগাজিন বের করার জন্য ফি নেয়া হয়েছে। অথচ তাদের খেলাধুলা, সাংস্কৃতিক ও বিনোদনমূলক কোন অনুষ্ঠান করা হয় না। বের করা হয় না কোন ম্যাগাজিন। গেল ২ দিন আগে শিক্ষার্থীরা একটি ফুটবল টুর্নামেন্টের অনুমতি নিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কার্যালয়ে গেলেও তাদের অনুমতি দেয়া হয়নি।

এরই প্রতিবাদে তারা একত্রিত হয়ে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শনসহ সমাবেশ করে। ওই সমাবেশে ভারপ্রাপ্ত অধ্যক্ষের পদত্যাগ দাবি করা হয়।

পাবনা পলিটেকনিক ইনস্টিটেউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতিকুর রহমান জানান, সম্প্রতি বড় পরিসরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। গত রবিবার ছেলেদের একটি দল আমার কাছে এসে ফুটবল টুর্নামেন্টের অনুমতি চেয়েছিল। সামনে নির্বাচনের কারণে দেড় মাস আগেই পরীক্ষা সম্পন্ন করতে হবে। গত ১৫ দিন আগে ক্লাস শুরু করা হয়েছে। সামনে ৯ অক্টোবর মিডটার্ম পরীক্ষা শুরু হবে। এই সময়ে ফটুবল টুর্নামেন্টের অনুমতি দিলে শিক্ষার্থীরা ক্লাস বাদ রেখে মাঠে চলে যাবে। যা হবে সামনের পরীক্ষার জন্য খারাপ। সার্বিক বিষয়গুলো মাথায় নিয়েই তাদের এই আবেদনের অনুমতি দেয়া হয়নি। আর এই কারণেই তারা আমার বিরুদ্ধে বিক্ষোভ করছে।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা