বিএনপি নির্বাচনে না এলে ‘আসন’ বাড়বে মহাজোট শরিকদের

জাফর আহমেদ, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৩

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো হিসাব নিকাশ কষতে শুরু করেছে। বিশেষ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের নেতৃত্বাধীন মহাজোট শরিকদের নিয়ে নতুন করে ভাবছে। সেক্ষেত্রে বিএনপি নির্বাচনে এলে এক ধরনের আসন ভাগাভাগি আর না এলে অন্য রকম হতে পারে।

আওয়ামী লীগসহ মহাজোটের শরিক দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানতে পেরেছে ঢাকা টাইমস। তবে আসন ভাগাভাগি যেমনই হোক আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন ‘ভালো ভাবে’ সামাল দিতে প্রস্তুতি নিচ্ছে মহাজোটের শরিক দলগুলোও।

আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত মহাজোটের ব্যানারে টানা চতুর্থবারের মতো শরিক দলগুলো দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে। বিএনপি নির্বাচনে না এলে বিগত তিনটি জাতীয় নির্বাচনের তুলনায় শরিকদের আসন ছাড় দিতে পারে আওয়ামী লীগ।

২০০৮ সালের নির্বাচনের ঠিক আগে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট গঠন হয়। জাতীয় পার্টিও এই জোটের শরিক দল। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ১৪ দলীয় মহাজোটের ব্যানারে অংশ নেয়। এবারও মহাজোটের ব্যানারে আওয়ামী লীগ নির্বাচন করার ঘোষণা দিয়েছে।

মহাজোটে উল্লেখযোগ্য অন্য দলগুলো হচ্ছে—ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, গণতান্ত্রিক মজদুর পার্টি, জাসদ (ইনু), গণতন্ত্রী পার্টি, ন্যাপ, গণআজাদী লীগ, কমিউনিস্ট কেন্দ্র, বাসদ, তরিকত ফেডারেশন ও জেপি।

এ দলগুলোর বেশ কয়েকজন নেতা আলাপকালে ঢাকা টাইমসকে বলেন, আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল জোটগতভাবে‍ নির্বাচনে যাওয়ার বিষয়টি। বিএনপি নির্বাচনে না এলে শরিকদের আসন সংখ্যা বাড়বে, এই কথা বলা হয়েছে বৈঠকে। সেভাবেই শরিক দলগুলো নির্বাচনের মাঠে আছে। তবে ১৪ দলের আসন ভাগাভাগি হয়নি।

জানা গেছে, বিএনপি নির্বাচনে আসা না আসার ওপর নির্ভর করে মহাজোটের আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত হবে। অক্টোবর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে।

জানতে চাইলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের প্রধান সমন্বয়ক আমির হোসেন আমু ঢাকা টাইমসকে বলেন, ‘জোটগতভাবে ১৪ দল নির্বাচন করবে। আমরা সেই সিদ্ধান্তেই আছি।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ঢাকা টাইমসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের নেতাদের কথা হয়েছে। আমরা জোটগতভাবেই নির্বাচন করার সম্মতি পোষন করছি। তবে এখনো পর্যন্ত আসন ভাগাভাগি নিয়ে কথা হয়নি।’

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার ঢাকা টাইমসকে বলেন, নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হামিনার সঙ্গে ১৪ দলের বৈঠকে নির্বাচনি আসন নিয়ে আলোচনা হলেও ভাগাভাগির বিষয়ে কথা হয়নি। মূলত বিএনপি নির্বাচনে আসবে কি-না সেটার ওপর নির্ভর করবে আসন ভাগাভাগি। বিএনপি নির্বাচনে না এলে ১৪ দলের আসন সংখ্যা বাড়বে।’

সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ঢাকা টাইমসকে বলেন, ‘আগামী (অক্টোবর) মাসে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠক হতে পারে। সেখানে নির্বাচনি আসন ভাগাভাগিসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা আলোচনা হবে।’

তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী ঢাকা টাইমসকে বলেন, ‘আমরা ১৪ দল জোটগতভাবে নির্বাচন করবো। নির্বাচনের আগে আসন ভাগাভাগি হবে।’

গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে শিকদার ঢাকা টাইমসকে বলেন, ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলের নেতাদের বৈঠক হবে। সেখানে আসন বন্টন নিয়ে কথা হবে। বিএনপি নির্বাচনে না এলে জোট শরিকদের আসন সংখ্যা বাড়বে। তবে কতটা বাড়বে সেটা এখনই বলা যাচ্ছে না।’

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এবারের জাতীয় নির্বাচন সহজ নয়: নাছিম

মৃত বিএনপি নেতাকে আড়াই বছরের সাজা

বিএনপির সন্ত্রাসের বিরুদ্ধে চুপ থাকা বুদ্ধিজীবীরা সুবিধাবাদী: তথ্যমন্ত্রী

নাশকতা মামলা: টুকু-জুয়েলের দুই বছরের কারাদণ্ড

নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে আ.লীগ দেশকে বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে: গণতন্ত্র মঞ্চ

অবরোধের সমর্থনে ধানমন্ডিতে ছাত্রদলের মিছিল

শ্রমজীবী মানুষদের প্রতি নির্দয় আচরণ করছে সরকার: এবি পার্টি

স্বৈরশাসককে বিদায় করতে তীব্র আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই: এলডিপি

নির্যাতিত ও কারাবন্দি নেতাদের পরিবারের পাশে বিএনপি

সরকার অত্যন্ত সুকৌশলে পোশাক শিল্প ধ্বংসের নীল নকশা বাস্তবায়ন করছে: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :