রায়পুরে জাতীয় প্রাথমিক ‘শিক্ষা পদক’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় জাতীয় প্রাথমিক ‘শিক্ষা পদক’ ক্রীড়া, সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা-২০২৩ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশের পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
দৌড়, উচ্চ ও দীর্ঘ লাফ, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, বিষয়ভিত্তিক কুইজ এবং নৃত্য ও সংগীত প্রতিযোগিতায় উপজেলার ১২১টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ সময় তাদের প্রতিযোগিতা দেখতে স্কুল মাঠে ভিড় করেন অভিভাবকসহ স্থানীয়রা।
উপজেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন দাশ।
প্রধান অতিথির বক্তব্যে অঞ্জন দাশ বলেন, শিক্ষার্থীদের নিয়ে এমন প্রতিযোগিতা তাদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে।
(ঢাকাটাইমস/০১ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন