দামুড়হুদায় মেয়েকে কুপিয়ে হত্যার একদিন পর বাবা গ্রেপ্তার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মেয়েকে কুপিয়ে হত্যার একদিন পর আজিজুল মণ্ডল (৬২) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে বিজিবি। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আজিজুল মণ্ডল একই উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মৃত বদর উদ্দিন মন্ডলের ছেলে।
জানা গেছে, চাকুলিয়া সীমান্তের ৮৭ এর ৩ আর পিলারের কাছ থেকে বিজিবির ল্যান্স নায়েক মো. শাহিন আলমের নেতৃত্বে আটক করা হয়। পরে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের কাছে হস্তান্তর করে ঠাকুরপুর বিওপি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার কাজি আজাদ।
প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় সমিতি থেকে নেয়া ঋণের কিস্তির টাকা দেওয়া নিয়ে বাবার সঙ্গে মর্জিনা খাতুনের বাগবিতণ্ডা হয়। এরই জেরে রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন আজিজুল হক। একপর্যায়ে বাড়ির একটি গর্তে ফেলে রাখেন। এ সময় মর্জিনার চিৎকারে তার মেয়ে রোকসানা ছুটে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আজিজুল। পরে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে মর্জিনাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
(ঢাকা টাইমস/০২অক্টোবর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন