গাজীপুরে অর্ধকোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ১৬:৫৭ | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৩, ১৬:৫৩
গ্রেপ্তারকৃত মো. গোলাম আরিফ এবং মো. ফারুক হোসেন

গাজীপুর মহানগরীর লক্ষীপুরা এলাকা থেকে অর্ধ কোটি টাকা মূল্যের ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-১। এসময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার বিকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সুন্দরনগরের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. গোলাম আরিফ এবং গাজীপুর মহানগরীর সদর মেট্রো থানাধীন সাং-পশ্চিম লক্ষীপুরা এলাকার মৃত আজগর আলীর ছেলে মো. ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুক।

সোমবার সকালে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-১, স্পেশালাইজ্ড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন।

আরও পড়ুন: রাজশাহীতে ১ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২

তিনি জানান, রবিবার বিকালে গোপন খবরে সদর থানাধীন ডেইরী অ্যান্ড ফুড প্রজেক্টের সামনে চান্দনা চৌরাস্তা টু জয়দেবপুরগামী মহাসড়কের উপর অভিযান চালায় র‍্যাব। এসময় মো. গোলাম আরিফকে আটক করা হয়। তার কাছ থেকে ৪০ লাখ টাকা মূল্যের চারশ গ্রাম হেরোইন, দুটি মোবাইল ফোন ও নগদ সাড়ে তিন হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে পশ্চিম লক্ষীপুরা এলাকার জব্বার কাউন্সিলরের বাসার সামনে অভিযান চালিয়ে মো. ফারুক হোসেন ওরফে ল্যাংড়া ফারুককে ১০০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। পরে গ্রেপ্তারকৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকা টাইমস/০২অক্টোবর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :