জাফলংয়ে ইসিএভূক্ত এলাকা থেকে বালু উত্তোলন, ৫ নৌকা জব্দ

সিলেট ব্যুরো, ঢাকা টাইমস
| আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২১:১২ | প্রকাশিত : ০২ অক্টোবর ২০২৩, ১৮:৫২

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) থেকে অবৈধভাবে চলছে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে পরিবেশ।

ইসিএভূক্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পেয়ে সোমবার অভিযান চালায় টাস্কফোর্স। অভিযানে পাঁচটি বালুবাহী নৌকা জব্দ করা হয়েছে। এসব নৌকাগুলোকে দেড় লাখ টাকা জরিমানাও করা হয়।

সোমবার দুপুরে পরিবেশ অধিদপ্তর, বিজিবি, উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়েছিল।

সিলেটের গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন বলেন, সোমবার জাফলংয়ের ইসিএ এলাকায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে তাদের একটি টিম, বিজিবি ও গোয়াইনঘাট থানাপুলিশের দলের অংশগ্রহণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচটি বালুবাহী নৌকা আটক করা হয় এবং মামলা দেওয়া হয়।

এছাড়া ওই সকল নৌকার পরিচালকদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হওয়ায় মোট এক লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে।

পরিবেশ রক্ষায় এমন অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হোসেন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং দেশের প্রধান পর্যটনকেন্দ্রগুলোর একটি। কিন্তু এই পর্যটন কেন্দ্র এখন পরিণত হয়েছে দেশের অন্যতম বৃহৎ পাথর কোয়ারিতে। অনিয়ন্ত্রিত পাথর উত্তোলনের ফলে পর্যটনকেন্দ্রটির সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি হুমকিতে পড়ছে পরিবেশও।

এ পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের ১৮ ফেব্রুয়ারি জাফলংকে পরিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে ঘোষণা করে পরিবেশ ও বন মন্ত্রণালয়।

এরআগে পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) করা এক রিটের পরিপ্রেক্ষিতে জাফলংকে ইসিএ ঘোষণার নির্দেশনা দেন আদালত।

ইসিএ ঘোষণার পর জাফলং থেকে সব ধরনের বালু ও পাথর উত্তোলন নিষিদ্ধ করে প্রশাসন। তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি গোষ্ঠী বালু পাথর উত্তোলনের মাধ্যমে জাফলংয়ে পরিবেশ নষ্ট করার জন্য এরকম কার্যক্রম করছে।

(ঢাকা টাইমস/০২অক্টোবর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

টেকনাফে ১০ কেজি স্বর্ণসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

চার বছর ধরে অচল রংপুর বিভাগের চার চিনিকল

হাইমচরে ছাত্র আন্দোলনে হামলাকারী প্যানেল চেয়ারম্যান হলেন!

আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

লক্ষ্মীপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারে কাজ করছে ছাত্রদল

দেশের সিস্টেমে তৈরি হওয়া ক্যানসার নির্মূল করে ভোটের দিকে যেতে হবে

আল্লাহর গোলামী প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বৈষম্য চলতেই থাকবে: অধ্যাপক মুজিবুর রহমান

খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক এনামুল, সদস্য সচিব  টুটুল

আলফাডাঙ্গা আদর্শ কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :