মৌলভীবাজারে ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ১৬:০১
অ- অ+

‘বৃক্ষপ্রাণে প্রকৃত পরিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বৃক্ষরোপন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মনু নদীর পাড়ে ওয়াকওয়ে এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান।

মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও শান্তিবাগ জামে মসজিদের সাধারণ সম্পাদক ড. মো. ফজলুল আলী, অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম, ওয়ার্ড কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু, ব্যাংক অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল হামিদ, এনআরবি ব্যাংকের ম্যানেজার ও ব্যাংক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান পিন্টু, প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার বিমলেন্দু চৌধুরী, ফাষ্ট সিকিউরিটিজ ব্যাংকের ম্যানেজার ফখরুল ইসলাম, জনতা ব্যাংকের ম্যানেজার আক্তার হোসেন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার সামসুল হুদাসহ অনেকে উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা