সাংবাদিককে মারধরের অভিযোগে বাবুর্চি স্ট্যান্ড রিলিজ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২৩, ২১:০৫

ময়মনসিংহের ত্রিশালে সাংবাদিককে মারধরের অভিযোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাবুর্চি সোহরাব হোসেনকে বদলি করা হয়েছে বলে জানিয়েছে ময়মনসিংহের স্বাস্থ্য বিভাগের পরিচালক।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাবুর্চি সোহরাব হোসেনকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্ট্যান্ড রিলিজ করা হয়।

এ ঘটনায় আহত সাংবাদিক সাইফুল আলম তুহিন জানান, সাংবাদিক পেটানোর ঘটনায় বাবুর্চি সোহরাব ছাড়াও ওয়ার্ডবয় জয়নাল, জুনিয়র মেকানিক সোহরাব সহ ৪-৫ জন জড়িত ছিলেন।

সাংবাদিক এসএম মাসুদ রানা বলেন, সাংবাদিকদের মারধরের ঘটনায় জড়িত কর্মকর্তা-কর্মচারীদের স্থায়ীভাবে বহিস্কার না করা হলে আমরা আন্দোলনে যাব।

ঘটনায় তদন্তকারী কর্মকর্তা ডা. মনোয়ার সাদাত জানান, ঘটনা তদন্ত করে আমরা উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছি তারা সিদ্ধান্ত নিয়েছে।

ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. শফিউর রহমান জানান, আসল কালপিটকে বদলী করা হয়েছে। বাকিদেরও তদন্ত সাপেক্ষে শাস্তির আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/০৩ অক্টোবর/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :