কুয়াকাটা সৈকতে ভেসে এলো অজ্ঞাত লাশ
কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৮ অক্টোবর ২০২৩, ১৫:১৯

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢেউয়ের তোড়ে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ ভেসে এসেছে। রবিবার দুপুরে সমুদ্র সৈকতের জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাশটি সকালের জোয়ারে গভীর সমুদ্র থেকে তীরে ভেসে আসে। পরে স্থানীয়রা লাশটি ভাসতে দেখে কুয়াকাটা নৌ-পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। লাশের শরীরের উপরিভাগে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিলো বলে জানা যায়।
(ঢাকা টাইমস/০৮অক্টোবর/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন