সোনারগাঁয়ে এলসন গ্রুপকে ৩ লাখ টাকা জরিমানা

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২৩, ১৭:৫৫
অ- অ+

শিশুখাদ্য ও ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

সোমবার দুপুরে উপজেলার কাঁচপুরে বিসিক শিল্পনগরী এলাকায় এলসন গ্রুপে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

অভিযানের নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত সিদ্দিকা বলেন,

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আজ এখানে অভিযানটি পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন যাবৎ নুরুল ইসলামের মালিকানাধীন এই কোম্পানিতে অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য যেমন লিচু,কেক, জুস, চকলেট, ক্যান্ডি চকোলেট উৎপাদন হয়ে আসছিল।

এছাড়া কিছু উৎপাদিত পণ্য মেয়াদোত্তীর্ণ ছিল। এসব কারণে তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে এবং অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। তাছাড়া আগামী ১ মাসের মধ্যে এই কোম্পানির উৎপাদিত পরিবেশ ঠিক করা না হলে আগামীতে তাদের বড় ধরনের শাস্তি প্রদান করা হবে।

ভবিষ্যতেও আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার সুরাইয়া সাইদুন নাহার, জেলা পুলিশ ও সোনারগাঁ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল মুত্তালিবের নেতৃত্বে একটি টিম।

(ঢাকা টাইমস/০৯অক্টোবর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা