শ্রীপুরে শিক্ষার মানোন্নয়নে উঠান বৈঠক

গাজীপুর শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান বৃদ্ধি এবং প্রাথমিক শিক্ষা ও সামাজিক উদ্বুদ্ধকরণে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখি করার লক্ষ্যে মায়েদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ওয়াছেফুল হকের বাড়ির উঠানে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এরশাদুল হক সরকারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিটিআই কমিটির সহ- সভাপতি কল্পনা আক্তার , সদস্য ইসলাম উদ্দিন, লুৎফুন্নাহার লতা, সহকারী শিক্ষক হামিদুল ইসলাম, নাজমুল ইসলাম, সেলিমা রেজা আইরিন সুলতানা প্রমুখ।
উঠান বৈঠকে শ্রেণিকক্ষে ধারাবাহিক মূল্যায়ন ও মানোন্নয়নের লক্ষ্যে নিয়মিত শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আলোচনা করা হয়।
(ঢাকাটাইমস/১২ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন