সুদের টাকার জন্য ব্যবসা প্রতিষ্ঠানে তালা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৩, ২১:০৭
অ- অ+

তিন লাখ টাকার সুদসহ ৮ লাখ টাকা ফেরত দিয়েও মুক্তি মেলেনি এক ব্যবসায়ীর। সুদের টাকার জন্য দোকানে তালা দেয়ার অভিযোগ পাওয়া গেছে আলাউদ্দিন নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণখন্ড এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দোকানদার শাহীন হোসেন বাচ্চু।

ভুক্তভোগী দোকানদার শাহীন হোসেন বাচ্চু জানান, গত প্রায় দশমাস আগে তিনলক্ষ টাকা ব্যবসা করার জন্য সুদ হিসেবে নিয়ে পরিশোধও করে দেই। কিন্তু পরিশোধ করার পরেও বারবার ওই টাকা দাবি করে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছে প্রভাবশালী আলাউদ্দিন ও তার ছেলে রানা।

এ বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন জানান, আমি বাচ্চুর কাছে হাওলাত টাকা পাবো। কিন্তু বারবার তারিখ দিয়েও আমার পাওনা টাকা দিচ্ছিল না। পাওনা টাকা না দেওয়ায় আমি তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়েছি।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম জানান, এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ১৪ জন আটক
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা