সুদের টাকার জন্য ব্যবসা প্রতিষ্ঠানে তালা

তিন লাখ টাকার সুদসহ ৮ লাখ টাকা ফেরত দিয়েও মুক্তি মেলেনি এক ব্যবসায়ীর। সুদের টাকার জন্য দোকানে তালা দেয়ার অভিযোগ পাওয়া গেছে আলাউদ্দিন নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া দক্ষিণখন্ড এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী দোকানদার শাহীন হোসেন বাচ্চু।
ভুক্তভোগী দোকানদার শাহীন হোসেন বাচ্চু জানান, গত প্রায় দশমাস আগে তিনলক্ষ টাকা ব্যবসা করার জন্য সুদ হিসেবে নিয়ে পরিশোধও করে দেই। কিন্তু পরিশোধ করার পরেও বারবার ওই টাকা দাবি করে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আসছে প্রভাবশালী আলাউদ্দিন ও তার ছেলে রানা।
এ বিষয়ে অভিযুক্ত আলাউদ্দিন জানান, আমি বাচ্চুর কাছে হাওলাত টাকা পাবো। কিন্তু বারবার তারিখ দিয়েও আমার পাওনা টাকা দিচ্ছিল না। পাওনা টাকা না দেওয়ায় আমি তার ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়েছি।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি এএফএম নাসিম জানান, এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/ইএইচ)

মন্তব্য করুন