এলিভেটেড এক্সপ্রেসওয়েতে র‍্যাব পরিচয়ে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২৩, ১১:৪১| আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১১:৫৩
অ- অ+

র‌্যাব পরিচয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাতির ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে ঘটনায় জড়িত সাত জনকে গ্রেপ্তার করা হয়। এসময় ডাকাতি হওয়া ৪৮ লাখের মধ্যে ২৩ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

রবিবার ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)৷

ডিবি বলছে, গত ১০ অক্টোবর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট কার থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তি ব্যাংক থেকে টাকা তুলে তার গন্তব্যে যাচ্ছিলেন। গুরুত্বপূর্ণ এই এক্সপ্রেসওয়েতে ডাকাতির ঘটনায় একটি মামলা হয়। মামলার তদন্তে নেমে ডিবি পুলিশ সাত জনকে গ্রেপ্তার করে, যারা সরাসরি ঘটনার দিন র‌্যাব পরিচয় দিয়ে ওই প্রাইভেট কার থেকে টাকা ও স্বর্ণালঙ্কার ডাকাতি করেছিল।

ডিএমপির ডিবি পুলিশের প্রধান হারুন অর রশীদ বলেছেন, ‘ডাকাতির ঘটনায় মামলার রহস্য উদঘাটন ও আলামত উদ্ধার করা হয়েছ। দুপুরে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।’

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা