শঙ্খ নদে পাথরের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবি, নিখোঁজ ৩

বান্দরবানে থানচি উপজেলা রেমাক্রী ইউনিয়নের শঙ্খ নদের ইঞ্জিনচালিত নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছেন।
বুধবার সন্ধ্যায় ১নং রেমাক্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আদা ম্রো পাড়া নামক স্থানে শঙ্খ নদের ইঞ্জিনচালিত নৌকা ডুবে তারা নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তিরা হলেন অংলে খুমি পাড়ার বাসিন্দা লংবে খুমী (৪৫), লংরে খুমি (২১) ও চয়অং খুমী পাড়ার বাসিন্দা ছাই খুমি (৩০)।
প্রত্যক্ষদর্শী জানান, বুধবার সকালে ছোট মদকের অংলে খুমি পাড়ার ৯ জন নৌকা নিয়ে রেমাক্রী বাজারে আসেন বাজার করতে। বাজার শেষে বিকালে বাড়িতে ফিরছিলেন তারা। ফেরার পথে শঙ্খ নদের পানি আকস্মিক বেড়ে যাওয়ায় ইঞ্জিনচালিত নৌকাটি হঠাৎ পাথরের সঙ্গে ধাক্কা গেলে ডুবে যায়। এ সময় সাঁতার কেটে ছয়জন তীরে উঠতে পারলেও তিনজন নদীর স্রোতে তলিয়ে যায়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের থানচি ইউনিটে কর্মকর্তা মো. ইসমাইল হোসেন বলেন, নৌকাডুবির খবর পেয়েছি। এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারের জন্য বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে যাব।
থানচি থানার ওসি ইয়াসিন আরফাত বলেন, স্থানীয়দের মাধ্যমে বুধবার রাত ৮টা দিকে খবর পেয়েছি। যেহেতু রাত হয়েছে তাই উদ্ধারকাজের জন্য সকালে ঘটনাস্থলে রওনা দেব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর বলেন, ‘যেহেতু দুর্গম এলাকার দুর্ঘটনা, রাতে সংবাদটি পেয়েছি। বৃহস্পতিবার ভোরে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশকে বলা হয়েছে দ্রুত উদ্ধারপ্রক্রিয়া সম্পন্ন করার।’
(ঢাকাটাইমস/২৬অক্টোবর/এআর)

মন্তব্য করুন