আট দিনে ৮৯ মামলায় বিএনপির ২১৭২ নেতাকর্মী গ্রেপ্তার: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৩, ১৫:৫৯| আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১৬:২৪
অ- অ+

বিএনপির গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের দিন থেকে গতকাল শনিবার (৪ নভেম্বর) পর্যন্ত আট দিনে সংঘর্ষ-সহিংসতার ঘটনায় রাজধানীতে ৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২ হাজার ১৭২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার কে এন রায় নিয়তি এসব তথ্য জানান। তিনি জানান, আইনশৃঙ্খলার অবনতি ও সহিংসতার ঘটনায় ৮৯টি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শনিবার গ্রেপ্তার করা হয়েছে ৩৭ জনকে।

ডিএমপির দেওয়া হিসাবমতে, এখন পর্যন্ত রাজধানীর পল্টন থানায় সবচেয়ে বেশি ১৪টি, রমনা মডেল থানায় ৬টি ও শাহজাহানপুর থানায় ৬টি মামলা হয়েছে।

এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দাবি করেন, সরকার দেশটাকে এখন বৃহৎ কারাগার বানিয়ে ফেলেছে। তিনি বলেন, শনিবার গভীর রাতে ঢাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর ও এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে আটক করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৫নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা