ফরিদপুরে বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে আ.লীগের সভা

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা দুদিনব্যাপী অবরোধ ও অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের উদ্যোগে শহরের আলিপুরে রবিবার দুপুর দেড়টায় হাসিবুল হাসান লাভলু সড়কে আওয়ামী লীগ অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
কোতোয়ালি থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা এবং সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় উক্ত সভায় ১২টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ।
অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। দেশের উন্নয়নকে ব্যাহত করার চেষ্টা করছে। বক্তারা এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ফরিদপুরের আওয়ামী লীগ এখন অনেক বেশি সংগঠিত।
আগামী জাতীয় নির্বাচন কেন্দ্র করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর বিগত ১৫ বছরের উন্নয়নমূলক কার্যক্রম জনসাধারণের মধ্যে প্রচার করতে হবে। সেই লক্ষ্যে এখন থেকে কাজ করতে হবে। আগামী নির্বাচন অত্যন্ত চ্যালেঞ্জিং হবে। সে নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে।
বক্তারা বলেন, দলের মধ্যে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে।
একই সঙ্গে বিএনপি-জামায়াতের নাশকতার বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তা সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে।
এর আগে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ফরিদপুর মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য অঙ্গ সংগঠন। তারা মিছিল থেকে বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন।
(ঢাকাটাইমস/০৫নভেম্বর/এআর)

মন্তব্য করুন