সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল টিম, ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৩, ১০:২৯
অ- অ+

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি র‍্যাব ও বিজিবির বিপুল সংখ্যক সদস্য মাঠে নামানো হয়েছে।

সোমবার সকাল থেকেই সড়ক-মহাসড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় তাদের টহল দিতে দেখা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছেন তারা।

এদিকে রাজধানী ঢাকাসহ সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েনের খবর জানিয়েছে বাহিনীটি। আর র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‍্যাবের ১৬০টি টহল দল নামানো হয়েছে। আর সারাদেশে ৪৬০টি টইল দল মোতায়েন রয়েছে।

এদিকে বিএনপির ডাকা টানা দুদিনের অবরোধের দ্বিতীয় দিন চলছে আজ। এ দিন সকাল থেকে রাজধানীর সড়কে যানচলাচল তেমন দেখা যায়নি। কারণ, গত দুইদিনে প্রায় দুই ডজন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রাণহানি না ঘটলেও গাড়িগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপি-জামায়াত সমাবেশের নামে ব্যাপক সহিংসতা চালায়। এদিন বিচারপতি বাসভবনে ভাঙচুর চালানো হয়। বিএনপির সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৮০টির বেশি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা