সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আমজাদ হোসেন গ্রেপ্তার ​

মেহেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ নভেম্বর ২০২৩, ১৬:৫৪| আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৭:৪৮
অ- অ+
সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আমজাদ হোসেন।

নাশকতা মামলায় মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মেহেরপুর-২ (গাংনী) আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে গাংনী উপজেলার পোড়াপাড়ার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইট ভাটা চত্বরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আমজাদ হোসেন গাংনী শহরের উত্তরপাড়ার বাসিন্দা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নাশকতার ঘটনার একটি মামলায় আমজাদ হোসেন আসামি ছিলেন। আত্মগোপনে থাকা অবস্থায় পুলিশ তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। এক পর্যায়ে আজ দুপুরে পোড়পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, নাশকতা মামলার আসামি হিসেবে আমজাদ হোসেনকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।

(ঢাকাটাইমস/০৬নভেম্বর/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
মশা মারার যন্ত্র বানিয়ে তাক লাগালেন বাংলাদেশের প্রতিষ্ঠান থিংক ল্যাবস
রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ডিএমপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা