ইতালিতে বিএনপির আলোচনা ও প্রতিবাদ সভা

সরকারের বিরুদ্ধে অত্যাচার, নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ ও আলোচনা সভা করেছে ইতালি বিএনপি। সোমবার (৬ নভেম্বর) মনফালকনেগরিঝিয়া শাখা ইতালি বিএনপি এই সভার আয়োজন করে।
তাৎক্ষণিকভাবে আয়োজিত প্রতিবাদ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক হামীম হোসাইন।
সভায় বক্তরা বলেন, ২৮ অক্টোবর থেকে বিরোধীদলের ওপর বর্তমান অবৈধ সরকারের নির্যাতন নিপীড়ন ১৯৭১ সালের ২৫ মার্চের পাক হানাদার বাহিনীর বর্বরতাকেও ছাড়িয়ে গেছে। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী যেমন অত্যাচার, নির্যাতন, গ্রেপ্তারে শান্তি কমিটির সহযোগিতা নিত, ঠিক একই কায়দায় বর্তমান অবৈধ সরকারের আজ্ঞাবহ পুলিশ প্রশাসন স্থানীয় আওয়ামী কমিটির সহযোগিতায় বিরোধীদলের উপর হত্যাযজ্ঞ, নির্যাতন,
নিপীড়ন,গণগ্রেপ্তার চালিয়ে যাচ্ছে।সভায় বক্তব্য দেন মনফালকনে, গরিঝিয়া শাখা ইতালি বিএনপির প্রধান উপদেষ্টা ফরিদুল ইসলাম আনিস, উপদেষ্টা এম এইচ কবির, রকিব ইলিয়াস, জামাল মিয়া, হান্নান মিয়া,সুহাগ মোল্লা।
আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. জিয়াউর রহমান খান সোহেল, সহসভাপতি ইদ্রিস হাওলাদার, এমডি মিজানুর রহমান খান, মিয়া মাসুম, আতাউর রহমান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন খন্দকার, সহ-সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান, দেলোয়ার হোসাইন, অর্থ বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, সহ-অর্থ বিষয়ক সম্পাদক জিল্লু মিয়া, মুক্তিযোদ্ধা ও তথ্য বিষয়ক সম্পাদক ওমর ফারুক হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সহসভাপতি মামুন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক জহির ইসলাম, সদস্য ও যুবদল নেতা শাহপরান খন্দকার, নাসির লতিফ এবং যুবদলের অসংখ্য নেতাকর্মী।
আলোচনা সভায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতী দিবস উদযাপন উপলক্ষ্যে পূর্ব প্রস্তুতিমূলক গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
(ঢাকা টাইমস/০৭নভেম্বর/এজে)

মন্তব্য করুন