কাশ্মীরে হাউসবোটে ভয়াবহ আগুনে ৩ বাংলাদেশির মৃত্যু

ঢাকা টাইমস ডেস্ক
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৩, ১৯:৪৫

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ডাল লেকের কয়েকটি হাউসবোটে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিন বাংলাদেশি পর্যটক মারা গেছেন। শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কাশ্মীরের পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, শনিবার ভোরের দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউসবোটে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অন্যান্য হাউসবোটও পুড়ে যায়। এর কয়েক ঘণ্টা পর সেখান থেকে তিন বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় কর্মকর্তারা জানান, আগুনের এই ঘটনায় অন্তত পাঁচটি হাউসবোট একেবারে ছাই হয়ে গেছে। এছাড়া আগুনে আরো কয়েকটি হাউসবোট ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাশ্মীর পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/এসএল/কেএম)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :