সাত দিন ধরে নিখোঁজ ছাত্রদল নেতা মির্জা শাকিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২৩, ২২:২০

ঢাকা মহানগরের উত্তরা পূর্ব থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা শাকিল এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি ৭ নভেম্বর উত্তরার আজমপুর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে তাকে তুলে নিয়ে যায়। এরপর থেকে পরিবার ও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তারা সন্ধান পাওয়া যায়নি।

গত ৯ নভেম্বর সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার সন্ধান ও মুক্তি দাবি করেন কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও সংবাদ সম্মেলন করে একই দাবি জানান। তবে এখন পর্যন্ত মির্জা শাকিলের কোনো সন্ধান না পাওয়ায় এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটকের বিষয় স্বীকার না করায় চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।

শাকিলের বড় ভাই মির্জা শামীম বলেন, আমার ভাই রাজনীতি করেন। আর রাজনীতি করা নিষেধ নয়। তাহলে তাকে কেনো এভাবে নিখোঁজ করে রাখা হয়েছে।

তিনি জানান, ভাইয়ের খোঁজ নিতে তারা আইনশৃঙ্খলা বাহিনীর সব দপ্তরে গেছেন। কিন্তু কেউই এখন পর্যন্ত স্বীকার করছে না। জামালপুরে তার বৃদ্ধ বাবা-মা খুব কান্নাকাটি করছেন। যদি তার ভাই কোনো অন্যায় করেও থাকে তাহলে তাকে কেনো আইনে সোপর্দ করা হচ্ছে না প্রশ্ন তার।

ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, মির্জা ফয়সাল তার সঙ্গেই রাজনীতি করেন। ওইদিন ডিবি পুলিশের একটি টিম তাকে ধরে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা সে ঘটনা দেখেছেন। এখন ডিবি, থানা পুলিশ কেউ স্বীকার করছে না।

ঢাকাটাইমস/১৩নভেম্বর/জেবি/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকার হুঁশিয়ারী নানকের

সরকার দেশকে বিদেশি ঋণ নির্ভর দেশে পরিণত করেছে: জামায়াত

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি 

বিএনপির আরও চার নেতা বহিষ্কার

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :