গাজার সবচেয়ে বড় হাসপাতাল কবরস্থানে পরিণত হচ্ছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ১২:২৩ | প্রকাশিত : ১৪ নভেম্বর ২০২৩, ১১:৫৭

গাজার বৃহত্তম হাসপাতাল আল-শিফা প্রায় একটি কবরস্থানে পরিণত হচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সস্থাটি বলেছে, এর ভেতরে এবং বাইরে মৃতদেহ জমে আছে।

জাতিসংঘের একজন মুখপাত্র বলেছেন, কয়েক ডজন অকাল শিশু এবং ৪৫ জন কিডনি রোগী যাদের ডায়ালাইসিস প্রয়োজন, তাদের সঠিকভাবে চিকিৎসা করা যাচ্ছে না। খবর আল জাজিরার।

সাম্প্রতিক দিনগুলোতে গাজা শহরের হাসপাতালের কাছাকাছি লড়াই চলছে, তীব্র জ্বালানি সংকট চিকিৎসায় প্রভাব ফেলছে।

হামাসের হাসপাতালের অধীনে একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র থাকার অভিযোগ করেছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় হামলা শুরু করে, যাতে ১২০০ জন নিহত হয় এবং ২০০ জনের বেশি জিম্মি হয়।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় এ পর্যন্ত ১১ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের মধ্যে ৪৫০০ জনের বেশি শিশু।

(ঢাকাটাইমস/১৪নভেম্বর/এফএ)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :