রাজধানীতে লরির ধাক্কায় নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেক,ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:১৯| আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:২৬
অ- অ+

রাজধানীর খিলগাঁওয়ে রাস্তা পারাপারে সময় লরির ধাক্কায় বিলকিস আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

শনিবার রাত সাড়ে দশটার দিকে খিদমাহ হাসপাতালের সামনের রাস্তায় দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহত বিলকিস আক্তার গাজীপুরের শ্রীপুর থানার বালিয়াডাঙ্গা গ্রামের হাসান আলীর কন্যা। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

নিহতের স্বামী আব্দুর রউফ বলেন, ‘শনিবার রাতে আমি ও আমার স্ত্রী দুজন হেঁটে খিদমাহ হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলাম। এসময় দ্রুতগামী একটি লরি আমার স্ত্রীকে ধাক্কা দেয়। এতে আমার স্ত্রী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে ঢামেকে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।’

(ঢাকাটাইমস/১৯নভেম্বর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা