‘হ্যালো, গণভবন থেকে বলছি, মনোনয়ন পেতে চান?’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২৩, ২১:৫৪| আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ২২:১৪
অ- অ+

‘হ্যালো, গণভবন থেকে বলছি, আপনি কি মনোনয়ন পেতে চান? আপনার বিষয়ে বিশেষ নির্দেশনা রয়েছে। তবে ২০ কোটি টাকা দলের তহবিলে জমা দিতে হবে।’

এভাবেই আওয়ামী লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিকে ফোন করে অর্থ হাতিয়ে যাচ্ছিল এক বাবা ও মেয়ে। তবে সম্প্রতি একজন সংসদ সদস্য এমন ফোন পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) জানান। পরে ডিবি পুলিশ প্রতারক মো. ইয়াছিন (৪৬) ও তার মেয়ে মেয়ে সুরাইয়া ইয়াছিনকে গ্রেপ্তার করেছে।

ডিবি পুলিশ জানায়, গণভবনের কর্মকর্তা পরিচয়ে ইয়াছিন গত মঙ্গলবার ওই সংসদ সদস্যকে ফোন করেন। মনোনয়নের জন্য দলের তহবিলের জন্য ২০ কোটি টাকা চাওয়ায় ওই সংসদ সদস্যের সন্দেহ হয়। তিনি বিষয়টি তাৎক্ষণিক আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতাকে জানান। এরপর তারা নিশ্চিত হন যে, আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চলছে। এ ঘটনায় ওই সংসদ সদস্যের পক্ষে মানছুরুল আউয়াল শাফী নামে এক ব্যক্তি শুক্রবার ঢাকার উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেছেন।

ডিবি পুলিশ বলছে, গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে কখনো ইয়াছিন, কখনো তার মেয়ে সুরাইয়া মনোনয়নপ্রত্যাশী বিভিন্ন ব্যক্তিকে ফোন করে মনোনয়ন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বড় অংকের টাকা দাবি করে আসছিলেন। তারা কয়েকজনের কাছ থেকে কিছু টাকাও নিয়েছেন এই উপায়ে।

এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন-অর-রশীদ বলেন, বাবা ও মেয়ে দুজনেই পেশাদার প্রতারক। সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল যখন মনোনয়ন ফরম বিক্রি শুরু করে, তখন তারা মনোনয়নপ্রত্যাশীদের মনোনয়ন পাইয়ে দেওয়ার কথা বলে বিপুল অংকের টাকা দাবি করছিলেন।

ডিবির কর্মকর্তারা জানান, ইয়াছিনের বাড়ি নোয়াখালী। একসময় তিনি ঢাকার নবাবগঞ্জে ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসা করতেন। পরে তিনি প্রতারণায় জড়িয়ে পড়েন। ইয়াছিনের মেয়ে সুরাইয়ার বিয়ে হয়েছিল। কয়েক বছর আগে স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হলে বাবার বাড়িতে চলে আসেন। পরে বাবার সঙ্গে প্রতারণায় জড়িয়ে পড়েন।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/আরআর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুশ ইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা জোরদার বিজিবির
বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণ করা হবে না: আমিনুল হক 
বেগমগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত, বাবা আহত
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’:  নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা