মডেল উপজেলা গড়ার স্বপ্ন সারথি ছিলেন লোহাগাড়ার ইউএনও

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২৩, ২১:৪৭
অ- অ+

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদ্যবিদায়ী ইউএনও শরীফ উল্যাহ দেড়বছর কর্মকালে তাঁর অসাধারণ সব কার্যক্রমের মাধ্যমে লোহাগাড়াবাসীর অন্তরের অন্তস্থলে ঠাঁই করে নিয়েছেন। প্রশাসনিক দায়িত্ব পালনে যিনি ছিলেন একেবারে সিদ্ধহস্ত। তদুপরি করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত শিক্ষাখাতে দ্রুত উত্তরণ ঘটানোর লক্ষ্যে যিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলস কাজ করে গেছেন।

অত্যন্ত পরিশ্রমী এই কর্মকর্তা লোহাগাড়ার প্রতি ইঞ্চি মাটিতে তাঁর পদচিহ্ন রেখে গেছেন। স্কুল থেকে স্কুলে যিনি শিক্ষার ফেরিওয়ালা হয়ে একনাগাড়ে চষে বেড়িয়েছেন। আগামীর প্রজন্মকে সঠিক শিক্ষা আর উজ্জ্বল ভবিষ্যতের দিশা দিতে তিনি যেন একাই দায়িত্ব গ্রহণ করে কাজ করে গেছেন।

অল্প সময়ের মধ্যেই মন জয় করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের। শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের জন্য চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে তিনি শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছেন।

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যিনি উন্নতির ব্যাপক ছাপ রেখে গেছেন। লোহাগাড়ার ইতিহাসে এবারই প্রথম বালিকা (অনূর্ধ্ব ১৭) ফুটবল দল জেলা পর্যায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ইউএনও শরীফ উল্যাহ সবসময় রাষ্ট্রীয় আইন-কানুন, বিধি-বিধান ও নীতিমালা অনুযায়ী কাজ করতে পছন্দ করতেন। তিনি কখনো অবৈধ কার্যকলাপকে প্রশ্রয় দেননি। ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ, নির্লোভ, নিরহংকার ও বিনয়ী এই কর্মকর্তা দেখিয়ে গেছেন কীভাবে একজন গুরুত্বপূর্ণ অফিসার হয়েও সকল শ্রেণি-পেশার মানুষের সাথে মিশে গিয়ে তাদের বন্ধু হয়ে তাদের জন্য কাজ করা যায়। দেড়বছরের কর্মকালে ইউএনও শরীফ উল্যাহকে সবসময় নিজ দপ্তরে কিংবা দপ্তরের বাহিরে লোহাগাড়ার মাটি ও মানুষের কল্যাণে কর্মব্যস্ত থাকতে দেখা গেছে।

তিনি নিজের আরাম-আয়েশকে বিসর্জন দিয়ে সবসময় নিজের উপর অর্পিত দায়িত্ব পালন যেমন সচেষ্ট ছিলেন তেমনি লোহাগাড়ার ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে দেওয়ার লক্ষ্যে নতুন নতুন কার্যক্রম বাস্তবায়নে বিভোর ছিলেন। সমগ্র উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি এক ছাতার নিচে এনে শিক্ষার মানোন্নয়নে তাঁর ব্যতিক্রমী কার্যক্রমসমূহকে দারুণভাবে গতিশীল করতে পেরেছেন। যার সুফল লোহাগাড়াবাসী ইতোমধ্যে পেতে শুরু করেছে এবং আরও বহুদিন ধরে পাবে। যেভাবে অল্পসময়ে লোহাগাড়াবাসীর মনের মণিকোঠায় স্থান করে নিয়েছেন ইউএনও শরীফ উল্যাহ, নিশ্চয়ই তিনি তাঁর অসাধারণ কর্মের জন্য আজীবন বেঁচে থাকবেন লোহাগাড়াবাসীর হৃদয়ে।

(ঢাকা টাইমস/২৬নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিবন্ধন ফিরে পেতে জামায়াতের আপিল শুনানি চলছে
অল্পসময়ের ব্যবধানে নটর ডেমের দুই শিক্ষার্থীর মৃত্যু, নানা গুঞ্জন
দিনাজপুরের শালবনে মহাবিপন্ন ‘খুদি খেজুর‘ গাছের সন্ধান
সীমান্তে সেনা উপস্থিতি কমাতে একমত ভারত-পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা