সাবেক কূটনীতিক বীরমুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০২৩, ১৫:৩৯| আপডেট : ২৯ নভেম্বর ২০২৩, ১৬:০৩
অ- অ+

সাবেক পররাষ্ট্র সচিব ও রাষ্ট্রদূত বীরমুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার সকাল ১০টার দিকে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ওয়ালিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারকে নৃশংসভাবে হত্যার পর এই ঘটনায় সাহসী উদ্যোগ নিয়েছিলেন ওয়ালিউর রহমান। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

মুক্তিযোদ্ধা ও সাবেক এই কূটনীতিকের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

মরহুম ওয়ালিউর রহমান তার কর্মজীবনের দীর্ঘসময় পার করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে গবেষক হিসেবে কাজ করে গিয়েছেন। সংবাদমাধ্যমে দেশ ও আন্তর্জাতিক কূটনীতি নিয়ে লেখালেখিতে সরব ছিলেন ওয়ালিউর রহমান।

মরহুমের স্বজনদের সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ধানমন্ডি ৭ নম্বর রাস্তায় ওয়ালিউর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। দেশপ্রেমিক ওয়ালিউর রহমানের মাগফেরাত কামনায় সকল শুভাকাঙ্ক্ষীকে শামিল হওয়ার অনুরোধ জানিয়েছে তার স্বজন ও বন্ধুমহল।

(ঢাকাটাইমস/২৯নভেম্বর/এসআরপি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়ে রয়েল বিশ্ববিদ্যালয়ে তারুণ্যের উৎসব
স্বামীসহ দীপু মনির বিরুদ্ধে দুদকের ২ মামলা
আইইউবিএটি’র ৮ম সমাবর্তন অনুষ্ঠিত 
‘অপারেশন ডেভিল হান্টে’ ধরা পড়বে ছোট-বড় সব অপরাধী: স্বরাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা