স্বৈরশাসককে বিদায় করতে তীব্র আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই: এলডিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৪২

অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

মিছিল পূর্ব সমাবেশে নেতারা বলেন, স্বৈরশাসককে বিদায় করতে তীব্র আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই। সব দিক থেকে আওয়ামী লীগ খুবই দুর্বল অবস্থায় উপনীত হয়েছে। এ সরকার আর ক্ষমতায় থাকতে পারবে না। স্বৈরশাসককে বিদায় দিতে রাজনৈতিক দলগুলোর সক্রিয় ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টন মোড় থেকে মিছিলটি শুরু হয়। নাইটিঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল, বিএনপি অফিস হয়ে বিজয়নগর আলরাজির সামনে শেষ হয়।

এলডিপি নেতারা বলেন, জনগণের ওপর জুলুম নির্যাতন করে কেউ কখনও টিকে থাকতে পারেনি। হাসিনাও পারবে না। দেশ এখন একটি সময়সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘ সময় ধরে জুলুমের ওপর দণ্ডায়মান স্বৈরশাসনের অবসানের সময় নিকটবর্তী। বাংলাদেশের নিপীড়িত অধিকারবঞ্চিত মানুষের মুক্তির সূর্যোদয় সন্নিকটে। দীর্ঘ জুলুমের অবসান হবেই হবেই ইনশাআল্লাহ।

তারা আরও বলেন, হাসিনা সরকারকে জনগণ চায় না। তারা জনমতের বিপরীতে জোর করে ক্ষমতায় বসে আছে। তাদের প্রতি জনগণের অনাস্থা এখন আরো তীব্রতর। জনগণ ভোটের অধিকার চায়, নাগরিক অধিকার চায়, জুলুমের অবসান চায়।

এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশিরের নেতৃত্বে মিছিলে এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদ, ভাইস-প্রেসিডেন্ট মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক এডভোকেট আবুল হাশেম, প্রচার সম্পাদক এডভোকেট নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহ-দপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি এড. নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৭ডিসেম্বর/জেবি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ঢাকা উত্তর বিএনপির সাবেক সদস্য টিপুর দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত 

অসুস্থ বিএনপি নেতা বাবুল দেখতে বাসায় গেলেন নিরব

এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আইআরআই প্রতিনিধিদল

স্বৈরাচারের পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না: রিজভী

ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী কর্মকর্তাদের প্রত্যাহারের দাবি অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার

ভারতে পালানোর সময় গ্রেপ্তার সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির লিফলেট বিতরণ

বিএনপি সব ধর্ম ও জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিতে কাজ করে: টুকু

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে হবে : আবদুল হালিম

দেশে ‍সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই: আমিনুল হক

এই বিভাগের সব খবর

শিরোনাম :