৮ ডিসেম্বর হানাদারমুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৩| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭
অ- অ+

১৯৭১ সালের ৮ ডিসেম্বর পাকিস্তানি হানাদারমুক্ত হয় ব্রাহ্মণবাড়িয়া। তাই এ জেলায় আজকের দিনকে ব্রাহ্মণবাড়িয়া শত্রুমুক্ত দিবস হিসেবে উদ্‌যাপন করা হয়। এ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসন।

এদিন সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে ‘বঙ্গবন্ধুর প্রতিকৃতি’তে পুষ্পস্তক অর্পণ ও বেলা ১১টায় স্থানীয় আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। এছাড়াও সকাল ১০টায় শহরের কাউতলীতে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তক অর্পণ করবে জেলা প্রশাসন।

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, মুক্তিযুদ্ধের সময় ৩০ নভেম্বর থেকে আখাউড়া সীমান্ত এলাকায় পাকবাহিনীর ওপর আক্রমণ চালাতে থাকে মিত্রবাহিনী। ১ ডিসেম্বর আখাউড়া সীমান্তে ২০ পাকিস্তানি সৈন্য নিহত হয়। ৩ ডিসেম্বর আখাউড়ার আজমপুরে তীব্র যুদ্ধ হয়। সেখানে ১১ পাকিস্তানি সৈন্য নিহত হয়। শহীদ হন তিন মুক্তিযোদ্ধা।

এরই মধ্যে বিজয়নগর উপজেলার মেরাশানী, সিঙ্গারবিল, মুকুন্দপুর, হরষপুর, আখাউড়া উপজেলার আজমপুর, রাজাপুর এলাকা মুক্তিবাহিনীর দখলে চলে আসে।

৪ ডিসেম্বর পাক হানাদাররা পিছু হটতে থাকলে আখাউড়া অনেকটা শত্রুমুক্ত হয়। এখানে রেলওয়ে স্টেশনের যুদ্ধে পাক বাহিনীর দুশতাধিক সেনা হতাহত হয়। ৬ ডিসেম্বর আখাউড়া শত্রুমুক্ত হয়। এরপর ব্রাহ্মণবাড়িয়া শহরের চারদিকেই অবস্থান নিয়েছিলো পাকবাহিনী। ৬ ডিসেম্বর তারা স্থানীয় রাজাকারদের সহায়তায় পালিয়ে যায়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া কলেজের অধ্যাপক কেএম লুৎফুর রহমানসহ জেলা কারাগারে আটক অর্ধশত বুদ্ধিজীবী ও সাধারণ মানুষকে চোখ বেঁধে শহরের করুলিয়া খালের পাড়ে নিয়ে হত্যা করে। ৭ ডিসেম্বর রাতের আঁধারে পাকবাহিনী চলে আসে আশুগঞ্জে। ৮ ডিসেম্বর কোনও ধরনের প্রতিরোধ ছাড়াই ব্রাহ্মণবাড়িয়া হানাদারমুক্ত হয়। এদিন সকাল ৯টার দিকে মুজিবনগর সরকারের প্রতিনিধি হিসেবে মুক্তিযুদ্ধের দক্ষিণ-পূর্বাঞ্চল যুদ্ধের পরিচালনাকারী জহুর আহমেদ চৌধুরী স্থানীয় পুরাতন কাচারী প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। একই দিন সন্ধ্যায় জেলার সরাইল উপজেলা শত্রুমুক্ত হয়।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/জেডএম

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়ায় জাসদ কর্মী হত‌্যার ঘটনায় ছাত্রদল নেতাসহ আটক ৩
চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে
নরসিংদীতে ৮ মামলার আসামিকে গুলি ও কুপিয়ে হত্যা
কলরেকর্ড ফাঁসের জেরে থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন বরখাস্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা