কুড়িগ্রামে এক মণ গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক মণ গাঁজাসহ শহিদুল ইসলাম নামের এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। ভোরে মাদক পাচারের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. রুহুল আমিন বলেন, গ্রেপ্তারকৃত মাদককারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
(ঢাকাটাইমস/১৯ডিসেম্বর/ইএইচ)
মন্তব্য করুন