কলাপাড়ায় ‘সুন্ধি কচ্ছপ’ উদ্ধার

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১৩:১৯ | প্রকাশিত : ২০ ডিসেম্বর ২০২৩, ১৩:১৪

পটুয়াখালীর কলাপাড়ায় ২১টি ‘সুন্ধি কচ্ছপ’ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে কলাপাড়া পৌর শহরের মাছের বাজারের একটি আড়ত থেকে স্থানীয় প্রাণী কল্যাণ সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা কচ্ছপগুলো উদ্ধার করেছে।

পরে উপজেলা নির্বাহী অফিসারকে খবর দিলে তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আড়ত মালিককে চার হাজার টাকা জরিমানা করেন।

প্রাণী কল্যাণ সংগঠন অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্য মো. বাইজিদ বলেন, কলাপাড়া মাছ বাজারের একটি আড়তে কিছু কচ্ছপ রাখা আছে। এমন সংবাদ পেয়ে আমাদের একটি টিম গিয়ে কচ্ছপগুলো উদ্ধার করে। পরে বন বিভাগ এবং উপজেলা প্রশাসনকে খবর দিলে তারা ব্যবস্থা নেন।

কলাপাড়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা বন্যপ্রাণী নিধন ঠেকাতে আমাদের সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ বলেন, বন্যপ্রাণী আমাদের দেশের এবং পরিবেশের সম্পদ। যারা বন্যপ্রাণী চোরা চালান এবং নিধনের সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এদিকে উদ্ধার করা কচ্ছপগুলো কলাপাড় উপজেলা প্রশাসনের বড় পুকুরে অবমুক্ত করা হয়েছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ ও উপজেলা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলামসহ পটুয়াখালী অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২০ডিসেম্বর/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :