নির্বাচন বানচালের চেষ্টাকারীদের দেশ থেকে বিতাড়িত করতে হবে: কামরুল ইসলাম

কেরানীগঞ্জ ( ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৫
বক্তব্য রাখছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।

যারা বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস জাতীয় নির্বাচন বানচাল করতে চায় তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ঢাকা- আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

শুক্রবার বিকালে কেরানীগঞ্জের চড়াইল খেলার মাঠে কালিন্দী ইউনিয়নের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, যারা বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির ক্ষতি এবং ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

জানুয়ারি ফ্রি ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে না এলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে না।

কামরুল ইসলাম বলেন, যারা নির্বাচনে আসবে না তারা রাজনীতির মাঠ থেকে চিরতরে হারিয়ে যাবে। কোনো ষড়যন্ত্র করে বা বাস-ট্রেনে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না বলেও জানান তিনি।

এসময় সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার অংশীদার হতে ভোটারদের জানুয়ারি নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

বর্তমান সরকারের অধীনে ১৫ বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, কৃষি বিভাগের মাধ্যমে বর্তমান সরকার উদ্যোগ নেওয়ায় কৃষকদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, আগামীতে সরকারের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া। আর স্মার্ট বাংলাদেশ গড়ার পূর্বশর্ত হচ্ছে ভোটারদের অংশগ্রহণ।

কালিন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান মাস্তানের সভাপতিত্বে ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের উপদেষ্টা মো. আনোয়ার হোসেনসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :