মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা হেনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার কুলাউড়া-আখাউড়া স্টেশনের কুলাউড়া উপজেলা এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকাল আনুমানিক ৮টার দিকে সিলেটগামী একটি বগি ও ইঞ্জিনবাহী ট্রেনের নিচে কাটা পড়েন হেলা বেগম। এতে হেনা বেগমের হাত-মাথা ও দেহ বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারে ঘটনাস্থলে যায়। নিহতের পরিবারের দাবি হেনা বেগম মানসিক ভারসাম্যহীন।
কুলাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে চায়।
(ঢাকা টাইমস/০২জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন