আড়িয়াল খাঁ নদ থেকে অর্ধগলিত অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

মাদারীপুরের শিবচরে বস্তাবন্দি ও অর্ধগলিত অজ্ঞাত শিশুর (১০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০২ জানুয়ারি) সকালে শিবচর উপজেলার বাবলাতলা এলাকায় আড়িয়াল খাঁ নদ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে আড়িয়াল খাঁ নদে লাশটি ভেসে থাকতে দেখে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
এসময় লাশটি দেখতে নদের পাড়ে ভিড় জমিয়েছে উৎসুক জনতা।
এ বিষয়ে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার ঢাকা ঢাইমসকে বলেন' উদ্ধার করা লাশটি নৌ পুলিশের হেফাজতে আছে।
শিবচর নৌ পুলিশের উপ-পরিদর্শক(এসআই) রুহুল আমিন ঢাকা টাইমসকে জানান, উদ্ধারের পর লাশটি জিডি মূলে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখনো পরিচয় শনাক্ত হয়নি।
(ঢাকাটাইমস/০২জানুয়ারি/পিএস)

মন্তব্য করুন