ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্যতা আছে কি-না সেটা প্রমাণিত হবে: শাজাহান খান

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২৩:২৫ | প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৪, ২৩:০৭

আওয়ামী লীগের প্রেসিডিয়াম মন্ডলীর সদস্য ও সাবেক নৌ-পরিবহনমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বলেছেন, ‘নির্বাচনের দিন নৌকা প্রতীকে বেশি বেশি ভোট দিতে হবে। কেননা কোনো ভোটার যেন মনে না করে আমি কেন্দ্রে না গেলে ভোট হয়ে যাবে। সেটা কিন্তু হবে না। এবারের নির্বাচনে যার যার ভোট তাকে দিতে হবে। আর এই ভোটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্যতা আছে কি-না সেটা প্রমাণিত হবে।’

সাবেক মন্ত্রী বলেন- ‘দেশে কিছু রাজনৈতিক দল, সুশীল সমাজ মনে করে দেশে-বিদেশে শেখ হাসিনার জনপ্রিয়তা নাই, জনগণ শেখ হাসিনাকে চায় না, (আজকের) আগামী ৭ জানুয়ারি এই নির্বাচন মধ্যে দিয়েই জনগণ তাকে কতটুকু সমর্থন করেছে ভোটের মাধ্যমে তার জানান দিতে হবে।’

সোমবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে ভূঞাপুর বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত পথসভায় টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী জামাতা ছোট মনিরের নৌকা প্রতীকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের নৌকা প্রতীক যিনি দেয় তার বাহিরেও স্বতন্ত্র প্রার্থী অনেকে হয়েছেন। আমার কথা হলো এই যে, আপনারা যারা ভোট দেন তারা বিবেচনা করবেন কারা কি করতে পারবে। আপনাদের এমপি ছোট মনিরের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো দুর্নাম শুনেনি, কারো সাথে কোনো ধরণের অন্যায় করেনি। সুতরাং আপনারা যদি এমন কাউকে এমপি নির্বাচিত করতে পারেন তাহলে শেখ হাসিনা খুশি হবেন।’

এ সময় সাবেক পৌর মেয়র আমিরুল ইসলাম বিদ্যুতের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য প্রার্থী ছোট মনির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, সাধারণ সম্পাদক তাহেলরুল ইসলাম তোতা, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান প্রমুখ।

এরআগে বিকালে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সাজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত ধোপাকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহিমের সভাপতিত্বে জনসভায় বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপজেলা ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পথসভায় অংশ নেন।

(ঢাকাটাইমস/০২জানুয়ারি/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাচন: কাদের মির্জার বিরুদ্ধে প্রার্থীর লিখিত অভিযোগ

চেক জালিয়াতি মামলায় ইউপি সদস্য জেল হাজতে

নির্বাচিত হয়েও ভোটে অংশ নিতে হচ্ছে সালথার ওয়াহিদুজ্জামানকে

সেতুমন্ত্রীর ভাই শাহাদাত অনুসারীদের বিরুদ্ধে পুলিশের মামলা, পালিয়ে বেড়াচ্ছেন অনেকে

কাপ্তাইয়ে  উচ্চফলনশীল বীজ ও রাসায়নিক সার বিতরণ

শেরপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে খোকনের দায়িত্ব গ্রহণ

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ২০

শ্রীপুরে পানিতে ডুবে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চান্দিনা উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত 

বাসায় ঢুকে গৃহবধূর মাথায় পিস্তল ঠেকিয়ে যা করলেন ডিবি কর্মকর্তা

এই বিভাগের সব খবর

শিরোনাম :