ধামরাইয়ে বিএনপি-পুলিশের সংঘর্ষে আহত ৩

ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ০৯:৩৭| আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৩:৪৭
অ- অ+

ঢাকার ধামরাইয়ে বিএনপির নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এসময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর বাজারের গাজী মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কালামপুর এলাকায় বিএনপির মিছিল বের হলে এসময় পুলিশ তাদের বাধা দেয়। এসময় বিএনপির কয়েকজনকে আটক করলে ক্ষিপ্ত হয়ে নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে হামলা করে ভাঙচুর করেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, সকালে বিএনপির মিছিল থেকে পুলিশের গাড়িতে ঢিল ছুঁড়ে ক্ষতিগ্রস্ত করে। এসময় আমাদের তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এসময় তিনজনকে আটক করা হলেও তাঁদের নাম পরিচয় জানা যায়নি। এঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/০৪জানুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা