৭ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ৭ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় সরকার নির্ধারিত বেতন না দেওয়া ও ৩ দিনের ছুটির দাবিতে গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এতে গাজীপুরের চন্দ্রা-নবীনগর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের অন্তত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
এর আগে, গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকার নবী টেক্সটাইল নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বর্ধিত বেতন ও ছুটি দাবি করলে তা নাকচ করেন কারখানা কর্তৃপক্ষ। এ নিয়ে দুপুরের পর কারখানার ভেতর শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা দলবদ্ধ হয়ে চন্দ্রা- নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে মধ্যস্থতা করে পরিস্থিতি স্বাভাবিক করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ত্যাগ করেন।
গাজীপুর রিজিয়নের নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বলেন, শ্রমিক আন্দোলনের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। পরে রাত সাড়ে ১০টার পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন