আন্তর্জাতিক গণমাধ্যমে বেনাপোল এক্সপ্রেসের আগুন  

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৯ | প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৬

রাজধানী ঢাকার গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। মর্মান্তিক এ ঘটনা দেশের গণমাধ্যমের পাশাপাশি ফলাও করে প্রচার করেছে প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশে নির্বাচনের আগে একটি যাত্রীবাহী ট্রেনে সন্দেহভাজন অগ্নিসংযোগের ঘটনায় এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে ট্রেনে আগুনের ঘটনায় দেশটিতে উত্তেজনাপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। দেশটির কয়েকটি বিরোধী দল নির্বাচন বয়কট করেছে এবং তারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে।

বাংলাদেশের ফায়ার সার্ভিস ও পুলিশ কর্মকর্তাদের উদ্বৃতি দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ট্রেনের চারটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। ট্রেনটিতে কয়েকজন ভারতীয় নাগরিকও ভ্রমণ করছিলেন বলেও জানায় এনডিটিভি।

যুক্তরাষ্ট্রের এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রায়ই নির্বাচনকে ঘিরে সহিংসতা দেখা যায়। দেশটিতে আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের আগে ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের প্রতিবেদনে জানায়, বাংলাদেশে যাত্রীবাহী ট্রেনে আগুন লেগে পাঁচজন নিহত হয়েছেন। পুলিশের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, জাতীয় নির্বাচন বয়কট করা বিরোধীরা এটি করে থাকতে পারে।

সংযুক্ত আরব আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, শুক্রবার একটি যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার পর বাংলাদেশে পাঁচজন নিহত হয়েছে, বিরোধীদের বর্জন করা জাতীয় নির্বাচনের আগে অশান্তি চলাকালীন এ ঘটনাকে একটি অগ্নিসংযোগের হামলা বলে সন্দেহ করছে পুলিশ।

আরব আমিরাত আরেক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, যাত্রীবাহী ট্রেনে আগুন লাগার পর বাংলাদেশে পাঁচজন নিহত হয়েছেন। নির্বাচনের আগে যাত্রীবাহী ট্রেনে এমন আগুন লাগার ঘটনা নাশকতাই মনে হচ্ছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, বাংলাদেশের রাজধানীতে একটি ট্রেনে শুক্রবার গভীর রাতে স্পষ্ট অগ্নিসংযোগের ঘটনায় চারজন নিহত হয়েছে। এরফলে রবিবারের সংসদ নির্বাচনের আগে দেশের চরম উত্তেজনা বিরাজ করছে।

(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

স্যাটেলাইট প্রযুক্তিতে শিক্ষাথীদের দক্ষতা অর্জনে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স: পলক

আবারও দেশের সাত জেলার ওপর বইছে মৃদু তাপপ্রবাহ

‘স্বপ্নজয়ী মা’ সম্মাননা পেলেন ১১ জন

হিন্দাল শারক্বীয়ার তিন সদস্য গ্রেপ্তার, নিখোঁজরা কি আছে এই তালিকায়?

লু’র সফরে ভিসানীতি ও র‍্যাবের নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হবে: পররাষ্ট্রমন্ত্রী

কুতুবদিয়ায় নোঙর করেছে এমভি আবদুল্লাহ

আসন্ন বাজেটে সামাজিক সুরক্ষায় উপকারভোগীর সংখ্যা বাড়ছে: অর্থ প্রতিমন্ত্রী

বলিপাড়া-রুমা সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

দেশে বজ্রপাত নিরোধযন্ত্র স্থাপনে সহায়তা করতে চায় ফ্রান্স

এই বিভাগের সব খবর

শিরোনাম :