সাতক্ষীরা-২
কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের জন্য সাতক্ষীরা-২ আসনের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম।
কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শনিবার সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব সরঞ্জাম বিতরণ করা হয়।
এর আগে শুক্রবার সকালে সাতক্ষীরার ১, ৩ ও ৪ আসনের নির্বাচনি সরঞ্জাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখান থেকে শনিবার সকালে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনি সরঞ্জাম। তবে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শামীম ভুঁইয়া বলেন, ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রিজাইডিং অফিসাররা কেন্দ্রে পৌঁছে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করবেন। কাল সকালে ব্যালট পেপার পাঠানো হবে।
উল্লেখ্য, জেলার ৪টি সংসদীয় আসনে প্রায় সাড়ে ১৭ লাখ ভোটার আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আসনগুলোতে ভোটকেন্দ্রের সংখ্যা ৬০২টি ও ভোট কক্ষ ৩ হাজার ৭২৮টি। ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন