ময়মনসিংহে হাতির পায়ে পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ জানুয়ারি ২০২৪, ১৭:৫৮
অ- অ+

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বোরো ধানের বীজতলা রক্ষা করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার পুর্ব গোবড়াকুড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভারতের মেঘালয় প্রদেশ থেকে শতাধিক হাতির পাল দীর্ঘদিন যাবত সীমান্তে অবস্থান করে আসছে। গতকাল রাতে হাতির পাল বাংলাদেশে প্রবেশ করে ক্ষয়ক্ষতি করা শুরু করলে স্থানীয়রা দলবদ্ধ হয়ে হাতি তাড়াতে যান। এ সময় কামরুল হোসেন (৪০) ছিটকে পড়লে হাতি শুর দিয়ে প্যাঁচিয়ে পদপৃষ্ট করে আহত করে। পরে হাতি চলে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

হালুয়াঘাট সীমান্তের ৪নং সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ইকরামুল হাসান খসরু বলেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে কামরুল স্থানীয়দের সঙ্গে হাতি তাড়াতে যান। এ সময় হাতির পায়ে পিষ্ট হলে কামরুলকে উদ্ধার করে হালুয়াঘাট স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে তিনি মারা যান।

(ঢাকাটাইমস/৬জানুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা