এমপির পিএসসহ ২০ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে আওয়ামী লীগ প্রার্থীর ব্যক্তিগত কর্মকর্তা ও হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ ২০ জনের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ শনিবার বিকালে এ নির্দেশনা না পাওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাতে নির্বাচনি অনুসন্ধান কমিটির সুপারিশে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ও থানায় নিয়মিত অভিযোগ দায়েরের বিষয়ে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশ পত্রে উল্লেখ করা হয়েছে, আবু বক্কর সিদ্দিক শ্যামলসহ তার লোকজন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধানের নির্বাচনি অফিস তৈরিতে বাধাসহ ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে আচরণবিধি লঙ্ঘন হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ জানান, মামলা করতে নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/০৬জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন