ভোটকেন্দ্রে পৌঁছাতে শুরু করেছে ব্যালট পেপার

সারা দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আজ। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ৪২ হাজার ২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ভোট কক্ষ দুই লাখ ৬০ হাজার ৮৫৮টি। এর মধ্যে দুর্গম প্রায় তিন হাজার কেন্দ্রে শনিবার ব্যালট পেপার পাঠানো হয়েছে। বাকি ৩৯ হাজার ভোটকেন্দ্র ভোটের দিন অর্থাৎ আজ সকালে ব্যালট পেপার পাঠানোর কথা রয়েছে।
রাজধানীর ১৫টি স্থান থেকে ভোর ৫টায় শুরু হয়েছে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছানোর কাজ। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এসব ব্যালট পেপার নিয়ে যাচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তারা।
প্রধান রিটার্নিং কর্মকতা মোহাম্মদ সাবিরুল ইসলাম এসব ব্যালট পেপার হস্তান্তর করছেন।
ইতোমধ্যে ভোর ৫টার পর রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে ১১০টি কেন্দ্রের ব্যাল্ট পেপার বুঝিয়ে দেওয়া হয়েছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ ২৮টি রাজনৈতিক দলের প্রার্থীরা অংশ নিয়েছেন। এসব দলের প্রার্থীর বাইরে ২২৫টির মতো আসনে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। স্বতন্ত্রদের বেশিরভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত।
দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিসহ ১৬টি নিবন্ধিত দল এ নির্বাচন বয়কট করেছে।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচনি ভোটের মাঠের নিয়ন্ত্রণ এখন আয়োজক সাংবিধানিক সংস্থা নির্বাচন কমিশনের হাতে। ইসির নির্দেশে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে সারা দেশ। মাঠ এখন জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, নৌ ও বিমানবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/ইএইচ)
মন্তব্য করুন