ঢাকা-১৯: স্বতন্ত্রের কাছে হেরে গেলেন ত্রাণ প্রতিমন্ত্রী

দ্বাদশ জতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মাদ সাইফুল ইসলামের কাছে ২৮ হাজার ভোটে হেরেছেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
রবিবার রাতের সাভার উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদে স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
এতে দেখা যায়, ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ আর ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মাদ সাইফুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৪১২ ভোট। এছাড়া এ আসনে তৌহিদ জং মুরাদ পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট।
ঢাকা-১৯ আসনে মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
(ঢাকাটাইমস/৮জানুয়ারি/টিআই/এসআইএস)

মন্তব্য করুন