কুষ্টিয়ায় মাহবুবউল আলম হানিফকে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা

কুষ্টিয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ১৭:৫৪| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৮:২৩
অ- অ+

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ পুনরায় নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা।

এ সময় মাহবুবউল আলম হানিফ বলেন, জনগণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেছে। তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেছে। এর জন্য আমি জনগণকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। নির্বাচনের দিনেও যারা হরতাল ডেকেছিল জনগণ তাদের আঁস্তাকুড়ে নিক্ষেপ করেছে। ওরা জনবিচ্ছিন্ন ও সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ব্যালটের মাধ্যমে বাংলার জনগণ সমুচিত জবাব দিয়েছে ।

এ সময় বিএফইউজের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ, কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সিনিয়র সহ-সভাপতি মিলন উল্লাহ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারণ সম্পাদক ও প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, আখতারুজ্জামান মৃধা পলাশ, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কায়সার, দপ্তর সম্পাদক এসএম ওয়ালিদুজ্জামান শুভ, প্রচার সম্পাদক এইচএম বেলাল, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আক্তারুন নবী মনা, নির্বাহী সদস্য শ্যামলী খন্দকার, জাহিদুজ্জামান, মিলন খন্দকার, কালের কণ্ঠের স্টাফ রিপোর্টার তারিকুল হক, ইত্তেফাকের জেলা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান মঞ্জু, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, দেশ টিভির স্টাফ রিপোর্টার নাহিদ হাসান তিতাস, বিটিভির জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রুহুল আমিন বাবু, ৭১ টিভি, দীপ্ত টিভিসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান, শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা